ফিলিপাইন ড্যান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের তুরঙ্গমী

আগামী ২৬শে এপ্রিল ফিলিপিনে অনুষ্টেয় “ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্টিভ্যাল”য়ে যোগ দেবে বাংলাদেশের নৃত্য সংগঠন “তুরঙ্গমী রিপোর্টারী ডান্স থিয়েটার”। দলটি গতরাতে রওয়ানা হয়েছে।আয়োজনটির এবারের প্রতিপাদ্য বিষয় “নৃত্যের মধ্য দিয়ে সাস্কৃতিক সংযোগ”।

দেশের নৃত্যাঙ্গনের এই সংগঠনটি দেশের একমাত্র সংগঠন হিসেবে আগামী ২৬-৩০ তারিখ ডুগাগেটে শহরে (Dugaguete City) অংশ নেবে, দলটির ডিরেক্টর হিসেবে রয়েছেন পূজা সেন গুপ্ত। দলটির অন্য সদস্যরা হলেন কাজী রায়হান, ফরহাদ আহমেদ শামীম, দৃষ্টি ব্যাপারী, সুষ্মিতা লোপা, মো.হাসান উদ্দিন সামী।
Post MIddle
ফিলিপাইনের এই বৈশ্বিক ড্যান্স ফেস্টিভ্যালটির আয়োজক “ন্যাশনাল কমিশন ফর কালচার দ্যা ফিলিপাইন এন্ড দ্যা আর্টস”।  আয়োজনটিতে সংস্কৃতি ঘরানার সবগুলো দেশের পরিবেশনা থাকবে।এরআগে তুরঙ্গমী দিল্লী,  ভিয়েতনাম, কোলকাতায় শো করেছে,এবার বড় মঞ্চে আবারো দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ সম্পর্কে দলটির ডিরেক্টর পূজা সেন গুপ্ত বলেন,”সম্মানজনক এই আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত, আপ্লুত এবং সম্মানীত। সবার দোয়া চাই।”
সেখানে তুরঙ্গমীর প্রযোজনা “অনামিকা সাগরকন্যা”, কোরিওগ্রাফী “নন্দিনী” এবং ফরেভার-চিরদিনের গান মঞ্চস্থ করবে দলটি।
ড্যান্স ফেস্টিভ্যাল
পছন্দের আরো পোস্ট