চবিতে ফজলী হোসেনের স্মরণ সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও গণিত বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর মো. ফজলী হোসেন-এর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এক স্মরণ সভা গতকাল (১০ নভেম্বর ২০১৭) শুক্রবার  বিকেল ৫.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠনে চ.বি. উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম এবং গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Post MIddle

উপাচার্য তাঁর ভাষণে মরহুম প্রফেসর মো. ফজলী হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং চ.বি. গণিত অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক স্মরণ সভা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান।

গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র অধ্যাপক শিপন নাথের সঞ্চালনায় এ স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ.বি. সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমীন, প্রাক্তন ছাত্র শাহ আলম নিপু, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক রাশেদ রউফ, চ.বি.র সাবেক ছাত্র ও নির্বাহী পরিচালক আসহাবউদ্দীন, বায়েজিদ মডেল স্কুলের অধ্যক্ষ মাযহারুল হক, সিটি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আমিরুল মোস্তফা, জৈষ্ঠ্য আইনজীবী ও গণিত বিভাগের সাবেক ছাত্র এডভোকেট শাহ নূর প্রমুখ।

মরহুমের জীবনী পাঠ করেন চ.বি. গণিত বিভাগের প্রফেসর ড. আমানউল্লাহ।

পছন্দের আরো পোস্ট