চুয়েট আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চুয়েট আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে। গত (১৭ সেপ্টেম্বর) রোববার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

Post MIddle

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ হযরত আলী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্থাপত্য ও ডিজাস্টার এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সুলতান মাহমুদ ফারুক, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দীন আহাম্মেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, সিভিল এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার এবং উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক. জি.এম সাদিকুল ইসলাম প্রমুখ।

এবার চুয়েটের ১০ টি বিভাগ হতে মোট ১০ টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- এমই বিভাগ, সিএসসি বিভাগ, সিডব্লিউআরই বিভাগ, পিএমই বিভাগ, ইউআরপি বিভাগ এবং ইটিই বিভাগ, এমআইই বিভাগ, ইইই বিভাগ, সিই বিভাগ, স্থাপত্য বিভাগ। উদ্বোধনী খেলায় ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ৩-০ গোলের ব্যবধানে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে হারিয়েছে। লীগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৬ অক্টোবর, ২০১৭ খ্রি. অনুষ্ঠিত হবে। সিপিএল’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি চীফ শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব নির্মুল কুমার বড়–য়া এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ জসীম উদ্দিন প্রমুখ।

পছন্দের আরো পোস্ট