নোবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ ২০১৭) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান আজ বিকেলে ওই প্রদর্শনী ঘুরে দেখেন।

Post MIddle

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রখ্যাত সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. জিনাত হুদা অহিদ, নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া এবং প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট