মাভাবিপ্রবিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

Post MIddle

কর্মসূচির মধ্যে গতকাল ২৫ মার্চ রাত ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ¦লন এবং ২৬ মার্চ সকাল ৮.০০ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করে। ৮.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য প্রত্যয়, ৭১ এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করে। ৯.০০ টায় বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং ১০টায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এছাড়াও বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল ও বিকেল ৪টায় মুক্তমঞ্চে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচিসমূহে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট