চুয়েটে গণহত্যা দিবস পালিত

দেশ-মাতৃকার জন্য জীবনদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ গণহত্যা দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি.এম.সাদিকুল ইসলাম প্রমুখ।

Post MIddle

এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এই দিনে গণহারে নির্মম হত্যাকান্ডের শিকার হন নিরস্ত্র বাঙ্গালি। আমি মহান শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।তাঁদের মহান আত্বত্যাগের ফসল হিসেবে আমরা স্বাধীনতা পেয়েছি। দেশ-মাতৃকার জন্য জীবনদানকারী বীর শহীদদের অবদান বাঙ্গালি জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। 

এদিকে দিবসটি স্মরণে বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা পালন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

পছন্দের আরো পোস্ট