মুকতাদির স্মারক বৃত্তি পেল ঢাবির ৮ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ৮ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক আবদুল মুকতাদির স্মারক বৃত্তি’ লাভ করেছেন। বৃহস্পতিবার  (২৩ ফেব্রুয়ারি) উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার, ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা ড. আবদুল মোনায়েম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাল একাডেমিক ফলাফলের পাশাপাশি সুনাগরিক হিসাবে গড়ে ওঠতে হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল- মো: মাজহারুল ইসলাম, সালমা আক্তার মৌ, ইমরুল শাহরিয়ার, মো: মাহমুদুল হাসান, তানজিনা তুল করিম, পুষ্পিতা আচার্য, রায়হানা আফরোজ এবং মাকসুদা পারভীন।##

পছন্দের আরো পোস্ট