বরিশাল বোর্ডে আরও ১১৪১ শিক্ষার্থী পাস

barisal-education-boardনানা বিতর্কের মধ্যে এসএসসির ফল ঘোষণার মাত্র দুই দিনের মাথায় ফল প্রকাশ করল বরিশাল শিক্ষা বোর্ড। কেবল হিন্দু ধর্মের পুনর্মূল্যায়নের ওই ফলে পাস করেছে ১ হাজার ১৪১ জন। জিপিএ-৫ বেড়েছে ৯৪টি। শনিবার দুপুর দেড়টায় জরুরি ভিত্তিতে এ ফল ঘোষণা করা হয়। যদিও ১১ মে ফল ঘোষণার পর হিন্দু ধর্মে সর্বজিৎ ঘোষ হৃদয় নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করে। অভিযোগ আসে অনেক শিক্ষার্থী সব বিষয়ে পাস করলেও কেবল হিন্দু ধর্মে ফেল করেছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ভুলের কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

 

Post MIddle

এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বলেন, নানা মাধ্যমে হিন্দু ধর্মের ফল পুনর্মূল্যায়নের দাবি ওঠে। এমনকি আবেদনও পড়ে ২৫০টি। এর পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মের খাতা পুনর্মূল্যায়ন করা হয়। তিনি বলেন, আজ (শনিবার) প্রকাশিত ওই ফলে পাস করেছে ১ হাজার ১৪১ জন। যদিও হিন্দু ধর্মের মোট ৫ হাজার ৮০৯ পরীক্ষার্থীর মধ্যে ভুল ফলাফলে ফেল উল্লেখ করা হয়েছিল ১ হাজার ৯৯৪ জন। তিনি বলেন, এ ভুলের কারণ খতিয়ে দেখতে রোববার (আজ) উদ্যোগ নেয়া হচ্ছে। যেই দোষী হোক না কেন তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট