মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের সম্মেলন ১৯ মে

মাউশি১৯ মে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মেলন। শিক্ষার মানোন্নয়ন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

 

Post MIddle

সম্মেলনে ৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে স্কুলের বিষয়ে আগাম সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন এতে বিশেষ অতিথি থাকবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এতে সভাপতিত্ব করবেন। মাউশি মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের এ সম্মেলন। সম্মেলনে শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানের সমস্যা ও সমাধানের সুপারিশ তুলে ধরবেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট