আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

DSC_0052জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রতিযোগিতা উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১২৬ রানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৫ রান করে। ইমামুল রাসেল ৭৬ রান। জবাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৮ উইকেটে ৮৯ রান করতে সমর্থ হয়।

 

Post MIddle

প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ‘বি’ গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অংশগ্রহণ করছে।

পছন্দের আরো পোস্ট