ঢাবিতে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

????????????????????????????????????

এশিয়ান নেটওয়ার্ক অব রিসার্চ অন ফুড এন্ড এনভায়রনমেন্ট কন্টামিন্যান্টস (এএনএফইসি) এবং নেটওয়ার্ক অব ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল পারসোনেল এন্ড ইউজার সায়েন্টিস্টস অব বাংলাদেশ (এনআইটিইউবি)-এর যৌথ উদ্যোগে “Gas Chromatography, Quantification and Quality Assurance” শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১১ জানুয়ারি ২০১৬) ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

 

Post MIddle

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং এনআইটিইউবি-এর সভাপতি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম মসিহুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এনআইটিইউবি-এর সাধারণ সম্পাদক এবং সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. আলতাফ হোসেন স্বাগত বক্তব্য দেন। এএনএফইসি-এর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ, কম্বোডিয়া এবং লাউসের ১৪জন তরুণ শিক্ষক ও গবেষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।#

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট