ঢাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ উপদেষ্টার সাক্ষাৎ

????????????????????????????????????
????????????????????????????????????

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক উপদেষ্টা জন ম্যাকগভার্ণ  সোমবার (১১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

 

Post MIddle

এসময় ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক (দক্ষিণ এশিয়া) এবং ঢাকাস্থ আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিভাগের প্রধান মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে তারা ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্বদ্যিালয়ে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা জানান, যুক্তরাজ্য সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের শিক্ষার্থীদের সেদেশে আরও উচ্চশিক্ষার সুযোগ দিতে চায়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য যুক্তরাজ্যে অর্থ, ব্যবস্থাপনা, প্রশাসন ও দক্ষ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী চালুর সম্ভাব্যতা নিয়েও আলোচনা করা হয়।##

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএইচ-৪৫০

পছন্দের আরো পোস্ট