নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীণ বরণ

জাককানইবি প্রতিনিধি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি নন্দনকানন হিসেবে গড়ে তোলা হবে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয় হবে নন্দনকানন। এটি কঠিন কিছু নয়। এর জন্য স্থিতিশীলতা দরকার। ছাত্রছাত্রী শিক্ষক কর্মকর্তারা সহযোগিতা করলে খুব তাড়াতাড়িই এটি সম্ভব হবে।

Post MIddle

বুধবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী। অনভূতি ব্যক্ত করেন বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদ ও তাবাসসুম মেহনাজ। এসময় বিভাগে অন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট