কুয়েটে নতুন গাড়ি উদ্বোধন

কুয়েট প্রতিনিধি।

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেগা প্রকল্প “খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের জন্য ক্রয়কৃত গাড়ি উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই, রবিবার সকাল ১১.৩০টায় ডিজিটাল পদ্ধতিতে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

এ সময় তিঁনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে”।

Post MIddle

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, যানবাহন কমিটির সভাপতি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট