বাংলাদেশ ইউনিভার্সিটির পরিবহন পুলে নতুন বাস

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন পুলে আরও একটি নতুন বাস সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার (১২ মে ২০১৯) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউনিভার্সিটির পরিচালক কাজী তাইফ সাদাত ফিতা কেটে নতুন বাসটির উদ্বোধন করেন। এ নিয়ে পরিবহন পুলে ২টি বাস সংযুক্ত হলো। ৩২ সিটের উক্ত বাসটি তৈরির সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়ন থেকে।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন পুলে এ গাড়ি যুক্ত হওয়ার ফলে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলের পরিবহন সেবার মান আরও বৃদ্ধি পাবে। তারা গাড়ি রক্ষণাবেক্ষনে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।

এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির ট্রেজারার কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব:), বিভাগীয় প্রধানগণসহ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট