খুবি শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা শিক্ষক পরিষদের জয়লাভ

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা শিক্ষক পরিষদ পুর্ণ প্যানেলে জয়লাভ করেছে। নির্বাচনে ২২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আফরোজা পারভীন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান পেয়েছেন ৬৯ ভোট। তিনি এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক। সাধারণ সম্পাদক পদে ২০২ ভোটে নির্বাচিত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের প্যানেলের প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম পেয়েছেন ৮৯ ভোট।

তিনি স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক। এছাড়া স্বাধীনতা শিক্ষক পরিষদ মনোনীত প্যানেলের অপর নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নূরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সরকার, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তুহিন রায়, প্রচার সম্পাদক পদে ফার্মেসি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইকবাল আহমেদ। নির্বাচিত সদস্যবৃন্দ হলেন যথাক্রমে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নিপা অধিকারী, বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন, অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আহমেদ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসেন ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। আজ বেলা ২ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Post MIddle

রাত ৯.২০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. ফিরোজ আহমদ, সহকারি কমিশনারবৃন্দ হলেন যথাক্রমে প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, প্রফেসর ড. এস এম রফিজুল হক, প্রফেসর ড. মোঃ এনামুল কবীর ও সহকারী অধ্যাপক মো. আবুল ফজল।

//স

পছন্দের আরো পোস্ট