ইবির আইন ও শরীয়াহ অনুষদে নতুন ডিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরীয়াহ অনুষদের নয়া ডিন হিসেবে আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল দায়িত্ব গ্রহন করেছেন। রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে আনুষ্ঠানিকভাবে আইন ও শরীয়াহ অনুষদের ডিন অফিসে দায়িত্ব গ্রহন করেন তিনি।

Post MIddle

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, বিদায়ী ডিন প্রফেসর ড. নুরুন নাহার, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলাম, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম নূরুল ইসলাম, আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদার, প্রফেসর ড. নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহনের পর প্রফেসর ড. রেবা মন্ডল,‘সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নূরুন নাহারের মেয়াদ শেষ হওয়ায় আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলকে নতুন ডিন হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী নিযুক্ত করেন। রবিবার প্রফেসর ড. রেবা মন্ডল আনুষ্ঠানিকভাবে ডিনের দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের মাধ্যেমে প্রফেসর ড. রেবা মন্ডল সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. নুরুন নাহার এর স্থালাভিষিক্ত হলেন। তিনি আগামী ২ বছর এ দায়িত্ব পালন করবেন। প্রফেসর ড. রেবা মন্ডল বিশ্ববিদ্যালয়ের আইন সেলে আইন প্রশাসক হিসেবে দায়িত্বরত আছেন।

//স

পছন্দের আরো পোস্ট