আমি বিজয়, আমি স্বাধীনতা

ওরা আসবেনা। ওরা আর আসবেনা ।
কারণ, উড্ডীয়মান একটি ভয় তাড়া করে ডানা ঝাপটে,
একটি সবুজ পাখির রক্ত চক্ষুর ভয়- “জয় বাংলা, বাংলার জয়” এর আকাশ ছোঁয়া উড়ন্ত আমি’র ভয়।
ওরা জানে, সবুজের বুকে রক্তের জ্বলন্ত তেজ টুকু আর ওদের অধীনস্থ হবে না কোনদিন-
এটি অবিনশ্বর আশ্লেষ – স্বাধিকারের উড়ন্ত প্রতীক, বাংলা মায়ের বুকের প্রশান্তির সুবাস নিয়ে উড়তে থাকা বিজয় নিশান।
একটি ভূখন্ড লুন্ঠনের বর্বরতায় ওরা মেতে উঠেছিলো।
ওরা চেষ্টা করে দেখেছে,
ওরা মর্মোদ্ভেদ করে দেখেছে, ওরা গুলিতে ঝাঁজরা করে দেখেছে, ওরা নদীতে ভাসিয়ে দিয়ে লাশ তার পর দেখেছে।
নারীর জঠরে হানা দিয়ে, আঁধারের হাহাকার দেখেও ওরা দেখেছে,
ওরা হাড়গোর ভেঙে দেখেছে, খুধার্ত নেকড়ের মত থাবায় থাবায় মাংস ছিড়ে নিয়ে দেখেছে,
বীরাঙ্গনার জন্ম উৎসব করে ওরা দেখেছে।
পুড়িয়ে দেখেছে ঘর ও জীবন,
লাশের উপর শক্ত বুটের মড়মড় শব্দ করে হেঁটে দেখেছে ওরা।
তবুও প্রমাণিত ওদের অপরগতা, হয়নি আমাকেও ভূলুণ্ঠিত করে দিতে কৃতকার্য।
আশংকিত ওরা এখন।
ওরা জানে আমিই বিজয়, আমিই স্বাধীনতা, আমিই একটি ভূখন্ডের সম্পূর্ণ চিত্র সুশোভিত নক্ষত্র স্পর্শী
এবং আমারই সাথে উড্ডীয়মান ওদের মৃত্যু ভয়!
তাই, আসবেনা । আসবেনা ওরা।

পছন্দের আরো পোস্ট