ইবির ব্যবস্থাপনা বিভাগে নতুন সভাপতি ড. রুহুল আমিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন প্রফেসর ড.রুহুল আমিন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অফিস কক্ষে এ দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর ড. আলীনূর রহমান, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. শরফরাজ নেওয়াজ, প্রফেসর ড. সেলিনা নাসরিন, প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক মহব্বত আলম, ড. ধনঞ্জয় কুমার, সহকারী অধ্যাপক নাসিমুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Post MIddle

ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন প্রফেসর ড. রুহুল আমিন। প্রফেসর ড. রুহুল আমীন প্রফেসর ড. মাহবুবুল আরফিনের স্থলাভিষিক্ত হলেন। তিনি নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা বিভাগে আগামী তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনের কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন নব নিযুক্ত সভাপতি প্রফেসর ড. রুহুল আমীন। এক পর্যায়ে বিভাগের শিক্ষকরা সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

পছন্দের আরো পোস্ট