বগুড়ায় উপাচার্যদের নিয়ে ইউজিসির কর্মশালা

বগুড়ায় বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির উপাচার্যদের নিয়ে  ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি সংক্রান্ত ল্যাব’ বিষয়ক দুইদিন ব্যাপী এক ভিন্নধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে গেলে মিডিয়ার সম্পর্কিততা বাড়াতে হবে।‘

Post MIddle

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীতে আয়োজিত ২দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউজিসি’র সদস্যবৃন্দ, কেবিনেট ডিভিশনের সচিব, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩টি পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ফোকাল পয়েন্টে এবং  ইউজিসি’র  পরিচালকবৃন্দসহ দায়িত্বশীল পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২দিনব্যাপী কর্মশালার শেষ হয়।

পছন্দের আরো পোস্ট