শাবিতে জমকালো আয়োজনে ‘মেকনোভেশন’ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘মেকনোভেশন-২০১৭’ আজ ২০ ও আগামীকাল ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব সাস্ট এর তত্তাবধানে বিভাগটি প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করছে।

সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক জাহিদুল ইসলাম, ফেরদৌস আলম এবং শিক্ষার্থী এসএম নাঈমুল হাসান।

এসময় তারা জানান, বিজ্ঞান চর্চার তাত্তি¡ক বিষয়কে ব্যবহারিক প্রয়োগের মধ্যে ছড়িয়ে দেয়ার প্রয়াসেই এ আয়োজন। তিনভাগে এ আয়োজনে রয়েছে টেকনিক্যাল প্রতিযোগীতা, সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ।

ডিবিএল টেকনিক্যাল প্রতিযোগীতার রোবোনিক্স ভল্যিউম লাইন ফলোয়ার কম্পিটিশন এ ১৮ টি টিম, আইডিয়েট পোস্টার প্রেজেন্টেশন এ ৫টি টিম অংশগ্রহণ করছে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও রুবিক্স কিউব প্রতিযোগীতার রেজিস্ট্রেশন আজকে রাত বারোটায় শেষ হবে।

Post MIddle

সকাল দশটায় উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণের মধ্য দিয়ে শেষ হবে। প্রথমদিনে রুবিক্স কিউববাদে সবগুলো প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়দিন দুপুর সাড়ে তিনটায় সেন্ট্রাল অডিটেরিয়ামে ‘ইঞ্জিনিয়ারিং এজ এ ক্যারিয়ার’ শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আলোচনা করবেন ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর ম্যানেজার ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জালালাবাদ গ্যাস প্ল্যান্ট এর সুপারিনটেন্ট চৌধুরী হাফিজ রুমেল, ডিবিএল গ্রুপ এর হেড অব সাসটেইননোবিলিটি মোহাম্মদ জাহিদুল্লাহ।

নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রধান ড. আরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ড. আরিফুল ইসলাম বলেন, ‘ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন আর দ্য ড্রাইভিং ফোর্স অব দ্য মিনিংফুল চেঞ্জ’ শিরোনামকে সামনে নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

পছন্দের আরো পোস্ট