‘স্কুল-লাইফ’শেষ করে টুইটারে পা রাখলেন মালালা

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা শুক্রবার শেষ করেছেন তার স্কুলজীবন, আর ঐদিনই যোগ দিয়েছেন টুইটারে। খবরটা টুইটারেই জানালেন, শেয়ার করলেন সে অনুভূতির কথা।
‘হাই, টুইটার’ ছিল প্রথম টুইট, দ্বিতীয় টুইটে তিনি লিখলেন, আজ আমার স্কুলজীবনের শেষ দিন, আর টুইটারে আমার প্রথম দিন। টুইটারে যোগ দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই মালালার অনুসারী এক লাখে পৌঁছায়।
Post MIddle
অনুসারীদের অনেকে তাকে স্বাগত জানান। পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই টুইটারে অ্যাকাউন্ট খুলে নারী শিক্ষার জন্য তার লড়াইয়ে সবার সাহায্য চেয়েছেন।
২০১৪ সালে শান্তিতে নোবেলজয়ী মালালা টুইটারে এক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বের লাখো মেয়েশিশু, যারা স্কুল শেষ করতে পারেনি, তাদের কথাই তিনি চিন্তা করছেন। মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে মাত্র ১১ বছর বয়স থেকেই ব্লগ লেখা শুরু করেন মালালা।
খবর বিবিসি।
পছন্দের আরো পোস্ট