বশেমুরবিপ্রবি খুলেছে অাজ

দীর্ঘ বিরতির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) খুলছে অাজ (রোববার)। গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রীতিমতো বশেমুরবিপ্রবিতে অাজ থেকেই সকল বিভাগের ক্লাস শুরু হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মাহবুবুল অালম।

Post MIddle

উল্লেখ্য, গত ২২ জুন, ২০১৭ইং তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয় বশেমুরবিপ্রবি। বশেমুরবিপ্রবিতে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও বন্ধ ঘোষিত হয় এ দিনে।  অতঃপর গত ২২ জুন, ২০১৭ইং তারিখ থেকে ৮ জুলাই, ২০১৭ইং তারিখ পর্যন্ত প্রায় ২০ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে অাবারও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের  নিমিত্তে অাপন অাবাস ছেড়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভীড় জমাতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।

অার শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে অাসন সংখ্যায় দেশের পঞ্চম বৃহত্তম বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। এ যেন মাতাল যৌবনে উত্তাল তারুণ্যেরই উচ্ছ্বাস।

পছন্দের আরো পোস্ট