রবোটিক্স কোম্পানি “ইলেকট্রোভার” যাত্রা শুরু

সিলেটে প্রথমবারের মতো রবোটিক্স ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিসের অঙ্গিকার নিয়ে বন্দর বাজারের রংমহল টাওয়ারে যাত্রা শুরু করেছে “ইলেকট্রোভা” । গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকায় লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইইই বিভাগের প্রধান প্রফেসর ডঃ খন্দকার মোঃ মমিনুল হক প্রধান অতিথি হিসাবে ইলেকট্রোভা রবোটিক্স ও অটোমেশন সেন্টারের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের সিনিয়র লেকচারার মৃণাল কান্তি ধর, লেকচারার আশরাফুল ইসলাম প্রমুখ।

Post MIddle

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ইলেকট্রোভার টেকনিক্যাল এডভাইসর আনোয়ারুল ইসলাম মিটু। এ ধরনের সাহসী উদ্যোগ নেয়ার জন্যে উদোক্তাদের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ খন্দকার মোঃ মমিনুল হক বলেন, এর ফলে সিলেটে টেকনিক্যাল ফিল্ডের মানুষদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে এবং  ভবিষ্যতে নতুন নতুন প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে মননিবেশ করার আহবান জানান।

উদ্ভোধনের পর রংমহল টাওয়ারস্থ মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন। পরে সকলকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় ইলেকট্রোভার চেয়ারম্যান তাফজির জামান, ম্যানেজিং ডিরেক্টর ইয়ামিন ইবনে ইমদাদ, টেকনিক্যাল এডভাইসর আনোয়ারুল ইসলাম মিটু এবং সিইও সানোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট