স্বাশিপের জাতীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (২৯ মার্চ) বুধবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় শিক্ষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি নানা আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। স্বাশিপ এর  কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা। স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

Post MIddle

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন স্বাশিপ’র সহ-সভাপতি প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন প্রমুখ। সমাবেশে শিক্ষক নেতারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান। তারা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন।

পছন্দের আরো পোস্ট