ঢাবি আবহাওয়া বিজ্ঞান বিভাগের অফিস উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের অফিস (২ ফেব্রুয়ারি ২০১৭) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কাজী মোতাহার হোসেন ভবনের তৃতীয় তলায় স্থাপিত এই অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

Post MIddle

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আশা প্রকাশ করে বলেন, জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি নানান প্রচেষ্ট অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান বিভাগ খোলা হয়েছে। নতুন এই বিভাগের উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট