রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাবিতে

16 copyকলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায়চৌধুরী আজ (৪ মে ২০১৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে নৃত্যকলা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বৈঠককালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় ‘রবীন্দ্রভারতী উৎসব’ এবং কলকাতায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব’ আয়োজনের ব্যাপারে আলোচনা করা হয়।

 

 

পছন্দের আরো পোস্ট