কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে : ঢাবি উপাচার্য

o1উপযোগী শিক্ষাব্যবস্থার জন্য কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার চুয়াডাঙ্গা সরকারি কলেজে জেলা পরিষদ আয়োজিত এক শিক্ষা সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘কোচিং বাণিজ্য অবিলম্বে বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।’ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সময়ের সঠিক ব্যবহার করলে সাফল্য ধরা দিতে বাধ্য।’

 

Post MIddle

অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো ঢাবি উপাচার্যের আগমন ঘটেছে চুয়াডাঙ্গায়। তার দিকনির্দেশনায় জেলার শিক্ষার্থীরা নতুন উৎসাহ পাবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট