মহিউদ্দিন মোমোরিয়াল বৃত্তি পেল ঢাবির তিন শিক্ষার্থী

????????????????????????????????????
২০১৪ সালের বি এস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের দু’জন ছাত্র এবং একজন ছাত্রী ‘এ কিউ এম মহিউদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন আল-আরতাত-বিন-আলী, মো: ইশফাক-উর-রহমান এবং সৈয়দা শাহিদা মাকনুম।

 

রবিবার (১০ এপ্রিল ) উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিভাগীয় অধ্যাপক ড. মো: আবদুর রব, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভাগীয় কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। ট্রাস্ট ফান্ডের দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। সৎ মানুষ, আলোকিত হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের গুরুত্বও অপরিসীম। উপাচার্য অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আজ পারিবারিক পরিচর্যা সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত প্রয়োজন।

 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক তাঁর পিতার স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে “এ কিউ এম মহিউদ্দিন স্মৃতি বৃত্তি তহবিল” গঠন করেন। তাঁর পিতা এ কিউ এম মহিউদ্দিন ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ব্রিটিশ ভারতে ১৯৪২ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ লাভ করেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট