পোস্টগ্রাজুয়েট রিসার্চে অস্ট্রেলিয়ান স্কলারশীপ

12809662_10153943255452905_4982129618028238136_nঅস্ট্রেলিয়া সরকার বিদেশী শিক্ষার্থীদেরকে পোস্টগ্রাজুয়েট রিসার্চে স্কলারশীপ দিবে। ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট রিসার্চ স্কলারশীপ (আইডপিআরএস) প্রকল্পের অধীনে এ স্কলারশীপ দেয়া হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০১৬। আগ্রহী শিক্ষার্থী পছন্দমত যে কোন বিষয়ে পড়েতে পারবে। তবে উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

 

কোর্স লেভেল: পোস্টগ্রাজুয়েট রিসার্চ প্রোগ্রাম।

 

বিবরণ:

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি বছর ২৬,২৮৮ অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সহায়তা পাবে। বাংলাদেশী টাকায়  যা প্রায় ১৪ লক্ষ ৭০ হাজার টাকা। পরবর্তীতে স্কলারশীপের মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। এছাড়া টিউশন ফি, চিকিৎসা ভাতা, আবাসন ভাতা স্কলারশীপের অন্তর্ভুক্ত। তবে যাতায়াতা ভাতা দেয়া হবে না।

 

যোগ্যতা:

  • আগ্রহী শিক্ষার্থীর ফার্স্ট ক্লাস রেজাল্টসহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ।
  • এ স্কলারশীপ পাওয়ার সময় অন্য কোন স্কলারশীপ গ্রহণ করা যাবে না।
  • শিক্ষার্থীকে ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষায় উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাতে হবে ।
  • শিক্ষাজীবনে দুই বছরের বেশী বিরতি গ্রহণযোগ্য নয়।
  • শারিরীক ও মানসিক ভাবে অস্ট্রেলিয়ায় অবস্থান করার ব্যাপারে রাজি থাকতে হবে।

 

Post MIddle

আবেদনের জন্য প্রয়োজনী কাগজপত্র:

  • সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ব্যাচেলর ডিগ্রির সকল কোর্স এর বিস্তারিত বিবরণ
  • ডিপ্লোমা/ পোস্টগ্রাজুয়েট ডিগ্রির বিষয় ও কোর্স সমুহের বিবরণ
  • ইংরেজী ভাষা দক্ষতা কোর্স এর ট্রান্সক্রীপ্ট

 

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী শিক্ষার্থীকে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র অনুযায়ী প্রা0থমিক বাছাই হওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ।অনলাইন আবেদন করার জন্য  এখানে  ক্লিক করুন।এছা্ড়া স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে  ক্লিক করুন ।

 

12745906_10153936236177905_287000046415302807_n

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট