চতুর্থ ধাপে ইবির ভর্তি সাক্ষাৎকার ২২ ও ২৩ ফেব্রুয়ারি

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে এখনও ১২৭০টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোতে ভর্তির জন্য চতুর্থ ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, বিগত তিন মেধাতালিকায় বিষয় না পাওয়া শিক্ষার্থীরে মধ্য থেকে ‘এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৫৩৫০, ‘বি’ ইউনিটে ১৪২৬ থেকে ২৯২৬ এবং ‘সি’ ইউনিটে ১০৫৭ থেকে ২৫৫৭ মেধাক্রমে থাকা শিক্ষার্থীদেরকে ২২ ফেব্রুয়ারি সাক্ষাৎকারে ডাকা হয়েছে। প্রথম দিন সাক্ষাৎকার শেষে আসন খালি থাকা সাপেক্ষে পর দিন ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ৫৩৫১ থেকে ৬৮৫০, ‘বি’ ইউনিটে ২৯২৭ থেকে ৪৩২৬ এবং ‘সি’ ইউনিটে ২৫৫৮ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদেরকে সাক্ষাৎকারে আহবান করা হয়েছে।

Post MIddle

এ ছাড়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তিচ্ছুদেরকে ‘বি’ ইউনিটের নির্ধারিত ১৪২৬ থেকে ১১৩৫০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদেরকে ২৬ ফেব্রুয়ারি সাক্ষাৎকারে ডাকা হয়েছে। উপস্থিত শিক্ষার্থীদেরকে মেধাক্রম অনুসারে সাক্ষাৎকার নেওয়া হবে। শিক্ষার্থীদের মেধা, পছন্দক্রম ও পছন্দের বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে ভর্তির বিষয় নির্ধারণ করা হবে। সাক্ষাৎকারে বিষয়প্রাপ্তদেরকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আশা করছি আমরা চলতি মাসেই ভর্তি কার্যক্রম শেষ করতে পারবো এবং ভর্তি শেষ করে এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করতে পারবো।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

পছন্দের আরো পোস্ট