কুবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারি

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি (রবিবার)। 
আজ ৭ ফেব্রুয়ারি (সোমবার) এ
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
Post MIddle
গত ২রা জানুয়ারি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। তবে ২১০টি আসন ফাঁকা থাকায় চতুর্থবারের মতো সাক্ষাৎকার ও ভর্তির সময় বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, “এ মাসের ২৭ তারিখে ক্লাস শুরু হবে। তবে ক্লাস স্বশরীরে হবে নাকি অনলাইনে হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা নির্ভর করছে করোনা প্রকোপ মোকাবেলায় সরকারের গৃহীত সিদ্ধান্তের ওপর। যদি ২১ ফেব্রুয়ারির পর নতুন কোনো সিদ্ধান্ত আসে তাহলে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।”
উল্লেখ্য , গত বছর ১৭ই অক্টোবর ‘এ’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কুবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি বিভাগের ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করে ৪১ হাজার ৩২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পছন্দের আরো পোস্ট