লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আবু সাঈদ এর পিএইচডি লাভ

ঢাবি প্রতিনিধি।

লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আবু সাঈদ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। গত ২৮ অক্টোবর ২০২১ অনুষ্ঠিত ঢাবি সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল Assessing Disaster Risk Reduction at School Level: A Study of Dhaka North City Corporation Area।

তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

Post MIddle

লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আবু সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অর্ন্তভুক্ত ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগি লাভ করেন। তিনি ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় ও নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনা শিক্ষা কোরে কর্মরত আছেন।

তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার ইন্দ্রকুল গ্রামের জনাব আব্দুর রশীদ ও মিসেস ফাতেমা বেগম এর কনিষ্ঠ পুত্র। তাঁর সহধর্মিণী ড. লুৎফুন্নেসা মান্নান মুন্নী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত আছেন। লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ ব্যক্তিজীবনে এক পুত্র সন্তানের জনক।

তিনি সকলের দোয়াপ্রার্থী।

পছন্দের আরো পোস্ট