ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এখন কারাগারে

জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আজ সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একজন ভতিচ্ছু শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দিতে আসা তৌহিদুল হাসান শিপন নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে।

Post MIddle

গতকাল ভর্তি পরীক্ষার ৫ম শিফটে পরীক্ষা দেয়ার সময় দায়িত্ব পালনরত শিক্ষকের হাতে সে ধরা পড়ে। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাভার উপজেলা, জনাব মোহাম্মদ রহমত উল্লাহ অপরাধীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। তৌহিদুল হাসান শিপনের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইর থানার হাটুরিয়া গ্রামে।

দন্ডপ্রাপ্ত তৌহিদুল হাসান শিপন জানান, সে বগুড়া জেলার সদর থানার এসওএস হারমান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা মো. নাজমুল হকের হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। নাজমুল হকের পিতার নাম মোহাম্মদ আলী, মাতার নাম নাজমা খাতুন।

পছন্দের আরো পোস্ট