চবি আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত তরুণ শিক্ষকদের জন্য Writing Research Papers and Project Proposals শীর্ষক এক কর্মশালা আজ (১৪ নভেম্বর ২০২১) চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়্যাল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চবি দর্শন বিভাগের প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।

Post MIddle

উপাচার্য কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমাদের তরুণ শিক্ষক-গবেষকবৃন্দ অত্যন্ত মেধাবী’। তাঁদের এ মেধাকে আরও শাণিত এবং জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে কর্মশালায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নিজেদের অধিকতর সমৃদ্ধ করে জ্ঞান-গবেষণায় বিশ্ববিদ্যালয়কে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করতে এ ধরণের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে মাননীয় উপাচার্য অভিমত ব্যক্ত করেন।

পছন্দের আরো পোস্ট