রাবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ল্যাব

রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুটি ল্যাব উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে সংশ্লিষ্ট বিভাগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘হাউসকিপিং এন্ড ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট ল্যাব’ ও ‘ফুড প্রোডাকশন এন্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট ল্যাব’ উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর এম হুমায়ন কবীর ও রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম।

Post MIddle

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক সাজু সরদার।

পছন্দের আরো পোস্ট