নোবিপ্রবিতে সায়েন্স ফিস্টা-২০ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল নোমান,নোবিপ্রবি প্রতিনিধি।

প্রথম বারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘সায়েন্স ফিস্টা-২০’ শুরু হয়েছ।বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে আজ বহস্পতিবার (১২ মার্চ) সকালে বিশ্বদ্যিালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ও ফিশারিজ এন্ড মেরিন সায়ন্স বিভাগর অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সাইন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন (আইডিয়া), সাইন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন (রিসার্চ), থ্রী মিনিট থিসিস প্রেজেন্টেশন, সাইন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সাইন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও উদ্ভাবক অংশ নেন।

পছন্দের আরো পোস্ট