ইবিতে ১৮ বিদেশী শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮ বিদেশী শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান প্রশাসন ভবনের তৃতীয় তলায় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়, ব্রুনাইয়ের সুলতান শরীফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়, তুরস্কের চানকিরি কারাটেকিন ও ইস্তাম্বুল ফাউন্ডেশন অফ সাইন্স এন্ড কালচার, যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রিটজকার স্কুল অফ ল এর জ্যুরিস্টিক ক্লিনিকের পারস্পরিক শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-বিজ্ঞানচর্চায় ভিন্ন মাত্রায় নিয়ে যাবে।

বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বিদায়ী শিক্ষার্থীরা দেশে ফিরে যাচ্ছেন। কিন্তু তারা আমাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যাবেন। বিদায়ী শিক্ষার্থী স্ব-স্ব কর্মক্ষেত্রে ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে তনি আশাবাদ ব্যক্ত করেন।
অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, বিদায়ী শিক্ষার্থীরা আমাদের ব্র্যান্ড এ্যামবাসেডর হিসেবে কাজ করবেন।

Post MIddle

আরও বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মোঃ মেহের আলী, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ এয়াকুব আলী, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা প্রমুখ ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রভোস্টবৃন্দ, অফিসপ্রধানগণ, সিন্ডিকেট সদস্য, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেল এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ন কবির।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শ্রীলংকা, নেপাল, ভারত, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।#

বিদেশী শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান

পছন্দের আরো পোস্ট