ইস্ট ওয়েস্টে উপাচার্য ও নতুন উপ-উপাচার্যের যোগদান

নিজস্ব প্রতিবেদক।

অধ্যাপক ডক্টর এম এম শহিদুল হাসান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুণরায় নিয়োগ পেয়েছেন। একইসাথে অধ্যাপক ডক্টর মুহাম্মাদ জিয়াউলহক মামুন, সাবেক পরিচালক, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিসট্রেশন (আই.বি.এ.), ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের আচার্য, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসব নিয়োগ প্রদান করেন। তাঁরা দুজনেই বুয়েট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং বিদেশ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

অধ্যাপক হাসান ৪০ বছরের বেশী এবং অধ্যাপক মামুন ৩০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতায় রয়েছেন। তাঁদের নিয়োগের মাধ্যমে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সহ তিনটি পদেই মহামান্য রাষ্ট্রপতির দেয়া নিয়োগ সম্পন্ন হল।

পছন্দের আরো পোস্ট