স্কুল মাঠে জলকেলি করে হাঁসের দল

ঝিনাইদহ প্রতিনিধিঃ

দুর থেকে দেখলে মনে হবে ছোটখাট একটি পুকুর। না। এটি কোন পকুর বা ডোবা নয়। সরকারী একটি প্রাইমারি স্কুলের মাঠ। যে মাঠে হৈচৈ করে খেলা করার কথা কোমলমতি শিশুদের সেই মাঠে জলকেলি করে হাসের দল। এখন স্কুলের সামনে থৈ থৈ পানি।

Post MIddle

স্কুলের বারান্দা থেকে পা ফেললেই পানি। গোটা মাঠ ডুবে আছে পানিতে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ১৪১ নং বড়–রিয়া সরকারী প্রাথমিক বিদ্যালঢের মাঠ এটি।

মাঠের চারিদিকে বসতবাড়িগুলো উচু হওয়ায় সব পানি এসে জমা হয় স্কুল মাঠে। তাই সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠটি পুকুরে পরিণত হয়। গোটা বর্ষা মৌসুমে সর্বক্ষন পানি জমে থাকার কারণে কেচো, সাঁপসহ পোকামাকড় স্কুলের বিভিন্ন কক্ষে ঢুকে পড়ে।

তে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়েছে। গ্রামবাসি স্কুল মাঠে দ্রুত মাটি ভরাটের দাবী জানিয়েছেন। প্রতি বছর স্কুলে স্লিপ প্রকল্পের টাকা বরাদ্দ হয়। দেওয়া হয় স্কুল উন্নয়নে দু থেকে আড়াই লাখ টাকা। সেই টাকা এই স্কুলে আসে কিনা তা শৈলকুপার প্রশাসকরাই ভাল বলতে পারবেন।

পছন্দের আরো পোস্ট