নির্মাণের মায়াজাল ছিঁড়ে

সদর দরজা অর্গল ভেবে
ফিরে যেওনা,
ঠেলা দিতেই খুলে যাবে,
ভেতরের আলো অন্ধকারে ঢুকে
নামোচ্চারণ কর,
ঠিক ঠিক শুনতে পাবে
কে ওখানে,
দুধাপ উঁচু, অতঃপর ডান দিকে
তিন ধাপ নীচে নেমে দেখা পাবে,
প্রথমে সামনের দুটো চাকা
তারপর নুপুর পরা পা দুটো,
সুখাসনে সমাসীন…

একটু সামনে এগিয়ে যেও,
মাথার পাশে খোলা জানালা,
দেখবে উন্মুক্ত পথ দিয়ে আসা
প্রভাতি আলোর আত্মনিবেদন ।
সেখানে রোজ সকালে গিয়ে বসে
নিজ রেওয়াজের আবহে,
মানসিক আদান প্রদানে আলোর নৈকট্য,
ভীষণ কাছের,
অনেক সময় লেগেছে
দুজন দুজনকে চিনে নিতে…

পছন্দের আরো পোস্ট