জাবিসাসের বৃক্ষরোপণ কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে আজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। কোষাধ্যক্ষ আমড়া গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় কোষাধ্যক্ষ বলেন, মানুষের বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে হবে। বিশ্ব তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে রাখতে হলে বনায়ন জরুরি। একটি বৃক্ষ কাটার প্রয়োজন হলে সেখানে একাধিক বৃক্ষ রোপন করতে হবে।

Post MIddle

কোষাধ্যক্ষ বৃক্ষ রোপনের পর তার পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিক সমিতির সভাপতি নূর আলম হিমেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ জানান, বৃক্ষ রোপন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের দক্ষিণ পাশে ঔষধি, বনজ ও ফলদ গাছের শতাধিক চারা লাগানো হবে।

পছন্দের আরো পোস্ট