আইইউবি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ইউল্যাবের ছাত্র ১ম
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ছাত্র, জাতীয় দাবারু ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম আইইউবি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম হওয়ার গৌরব অর্জন করেছে।
টুর্নামেন্টের র্যাংকিং অনুসারে তাহার অবস্থান তৃতীয়। আইইউবি এর কোষাধ্যক্ষ খন্দকার মোঃ ইফতেখার হায়দারের কাছ থেকে তিনি এই পুরষ্কার গ্রহন করেন।
এই টুর্নামেন্টে বাংলাদেশের ১০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০৭ জন খেলোয়ার অংশগ্রহন করে। ইউল্যাব দাবা ক্লাব থেকে ১০ জন খেলোয়ার এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
বারিধারায় অবস্থিত আইইউবি মাক্টিপারপাস হলে ১৯-২২ জুলাই, ২০১৮ চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।