মাভাবিপ্রবিতে সেশনজট নিরসনে স্মারকলিপি প্রদান

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা সেশনজট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি জমা দেন। আজ মঙ্গলবার বিকালে প্রায় ২০০ জন শিক্ষার্থী একত্রিত হয়ে প্রক্টর অফিসে গিয়ে এ স্মারকলিপি জমা দেন। শিক্ষার্থীদের একটাই দাবি খুব দ্রুত সময়ের মধ্যে একাডেমিক সেশন শেষ করা।

Post MIddle

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অভ্যন্তরীন কারনে বিভিন্ন ব্যাচে প্রায় দেড় বছরের মতো সেশনজট রয়েছে। এ সেশনজটে ভুক্তভোগী সবচেয়ে বেশি ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা। সেশনজটের কারনে এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর স্বপ্নীল স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে, পিছিয়ে পড়ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বঞ্চিত হচ্ছে উচ্চতর শিক্ষা বৃত্তিসহ অন্যান্যা সুবিধা।

পছন্দের আরো পোস্ট