কুয়েট শিক্ষার্থীদের বৃত্তির চেক হস্তান্তর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের মাঝে আরিফ আহমেদ স্কলারশীপ ফান্ডের বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। আজ (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করেন। এসময় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিই) বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ গোলাম কাদের, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) শেখ আক্কাছ আলী উপস্থিত ছিলেন।

Post MIddle

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ আহমেদ স্কলারশীপ ফান্ড এর বৃত্তির আওতায় নির্বাচনী কমিটি কর্তৃক মনোনীত সিই বিভাগের ছাত্রী মোছাঃ মোহসেনা খাতুন, ইইই বিভাগের ছাত্র মোঃ আবু রায়হান কবীর এবং এমই বিভাগের ছাত্র মোঃ আফসার আলীকে জুলাই ২০১৮ থেকে বৃত্তি হিসাবে প্রতি মাসে ২৫০০/- টাকা এবং প্রতি টার্মে বই ও আনুসাঙ্গিক খরচের জন্য এককালীন ১০০০/- টাকা প্রদান করা হয়, যা পরবর্তী বিএসসি ইঞ্জিনিয়ারিং এর নিয়মিত শেষ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রদান করা হবে। তবে পরবর্তী টার্মে সিজিপিএ ৩.০০ এর উপর থাকলেই কেবলমাত্র বৃত্তি চলমান থাকবে। বৃত্তির টাকা প্রতি মাসে এবং আনুসাঙ্গিক খরচ এককালীন টার্মের শুরুতে প্রদান করা হবে।

পছন্দের আরো পোস্ট