খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে পিয়ার রিভিউ শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনে তিনদিনব্যাপী পিয়ার রিভিউ কার্যক্রম আজ (৯ মে) বুধবার শুরু হয়েছে। এ উপলক্ষে শ্রীলংকার উভা ওয়েলাসা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়ন্ত লাল রত্নাসিকরার নেতৃত্বে এক্সটার্নাল পিয়ার রিভিউ (ইপিআর) টিমের সদস্যবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে এক পরিচিতি সভায় মিলিত হন।

Post MIddle

এ সময় পিয়ার রিভিউয়ার টিমের দেশীয় কোয়ালিটি এক্সপার্ট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এস এম কবির এবং সাবজেক্ট এক্সপার্ট হিসেবে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রফেসর ড. আবু সাইদ এম. আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সেলফ এসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. আফরোজা পারভীন, প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার উপস্থিত ছিলেন। পরে ইপিআর টিমের সদস্যবৃন্দ ডিসিপ্লিনের সেলফ এসেসমেন্ট কার্যক্রমসহ আনুসাঙ্গিক একাডেমিক ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পছন্দের আরো পোস্ট