কুবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র’ চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক আলামিন অর্নবের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ শাহরিয়ার মাহমুদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আহবায়ক আহসান হাবিব এবং বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া অতিথ হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সহসভাপতি জাহিদ জুয়েল এবং আবু বকর সিদ্দিক ।

এই সভায় অ্যালামনাই এসোসিয়েশনের লগো, যারা সদস্য থেকে বাদ পড়েছেন তাদের সদস্য কারার বিষয়ে আলোচনা কার হয়েছে।

Post MIddle

আহবায়ক আলামিন অর্নব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীদের ফোনে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সভা সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে আমি মর্মাহত। অনেকেই উপস্থিত ছিলেন না। যারা অ্যালামনাই এসোসিয়েশন নিয়ে সমালোচনা করছেন তাদের সবাইকে বলেছি আলোচনায় আসার জন্য। কিন্তু অনেকেই আসেননি। অবারও সবাইকে আহবান করবো আলোচনায় বসে সমস্যা সমাধান করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে নয়।’

সৈয়দ শাহরিয়ার মাহমুদ বলেন, ‘ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবছে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যালামনাই কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য এই প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগের সকল সভা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে।

পছন্দের আরো পোস্ট