আইইউবি’তে মনোমুগ্ধকর ভারতনাট্যম সন্ধ্যা

প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী কীর্তি রামগোপালের তত্বাবধানে দু’দিনের এক মনোমুগ্ধকর ভারতনাট্যম সন্ধ্যা ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় ২-৩ মার্চ, ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়। আইইউবি-র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আইইউবি ও সাংস্কৃতিক সংগঠন সাধনা’র যৌথ উদ্যোগে আয়োজিত এই ভারতনাট্যম সন্ধ্যায় ২ মার্চ শিল্পী অর্থি আহমেদ একক পরিবেশনায় অসাধারণ ধ্রুপদী নৃত্যশৈলী প্রদর্শন করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। ৩ মার্চ দক্ষিন ভারতীয় ঘরানার নৃত্য-গীত পরিবেশন করে কল্পতরু গোষ্ঠী। এসময় নৃত্যের তাল, অপূর্ব সুর-মূর্ছনা ও মোহনীয় আলোক প্রক্ষেপণে অভাবনীয় এক দৃশ্যপট তৈরি হয় আইইউবি মিলনায়তনে। দর্শক- শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন প্রতিটি পরিবেশনা। অনুষ্ঠান দু’টি নাগরিক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

Post MIddle

মনোমুগ্ধকর ভারতনাট্যম সন্ধ্যায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, আইইউবি-র সম্মানিত ট্রাস্টিবৃন্দ, আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা ।

পছন্দের আরো পোস্ট