ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর দুর্বৃত্তের ছুরিকাঘাতের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের উদ্যোগে ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Post MIddle

মানববন্ধনে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, শাপলা ফোরমের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড আব্দুল মুঈদ, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রুহুল এ কে সালেহ, অধ্যাপক ড. রেবা মন্ডল, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, সহযোগী অধ্যাপক শাম্মী খাতুন, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেনসহ ফোরামের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলা মানে গোটা শিক্ষক সমাজ ও দেশের সমস্ত অসম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক লোকদের উপর হামলা করা। আমরা এ ঘটনারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

পছন্দের আরো পোস্ট