নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবিএ অনুষদের সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা,শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার অন্তর্গত ব্যবসায় প্রশাসন অনুষদ শাখার প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ ডিসেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নজরুল ইসলাম বাবু।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ সুব্রত কুমার দে। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার,সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা।

Post MIddle

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মূখার্জী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র এবং মাসুদ রানা।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সভাপতি অমিত বসাক শুভর সভাপতিত্ত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুজ্জামান পারভেজ।

 

পছন্দের আরো পোস্ট